উন্নয়নের পথ ধরে সহজ জীবন প্রণয়নের লক্ষ্যে বাংলার সাধারণ মানুষের দোরগোড়ায় ইংরেজি শিক্ষার সবচেয়ে যুগোপযোগী প্লাটফর্ম বিবিসি জানালা নিয়ে বিবিসি মিডিয়া একশন চুক্তিবদ্ধ হল স্বনামধন্য টেকনোলজি কোম্পানী এসএসডি টেকের সাথে।
“বিবিসি মিডিয়া একশন” ২০০৯ সালে তাদের যাত্রা শুরু করে ইংরেজি শিক্ষার বিশেষ প্রোগ্রাম “বিবিসি জানালা” নিয়ে। সাধারণ মানুষেরকাছে ইংরেজিকে কতটা উন্নত ও সহজভাবে উপস্থাপণ করা যায় তার নিদর্শন সৃষ্টিকারী এই প্লাটফর্ম ইতিমধ্যেই সারা দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে উদাহরণস্বরূপনিজের স্থান করে নিয়েছে।বিগত সাত বছরে এদেশের দুই কোটি আশি লক্ষাধিক মানুষ এই প্লাটফর্মটি ব্যবহার করেছেন ইংরেজি শিক্ষার জন্যে।
“বিবিসি জানালা” ২০১৬ সালে তাদের কার্যক্রম বন্ধ করে।জনপ্রিয়তার শীর্ষে থাকা এই প্রোগ্রাম হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পরেও সমসাময়িককালে কোন বিকল্প মাধ্যম তাদের জায়গা করে নিতে পারেনি। ‘বিবিসি জানালা’ কি ,কেন এবং কাদের জন্য তার গুরুত্ব বুঝে এগিয়ে আসে এস এস ডি টেক এবং বিবিসি মিডিয়া একশনের সাথে অঙ্গীকারবদ্ধ হয়। ‘বিবিসি জানালা’ প্রোগ্রামটি যে লক্ষ্য নিয়ে এগিয়েছিল তার পরিসর আরো বড়, আরো উন্নত, প্রযুক্তিসমৃদ্ধ করে তুলতেই এস এস ডি টেক এই কার্যক্রমে অংশ নেয়। এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের জনগোষ্ঠীর বিশাল একটা অংশ ইংরেজির শিক্ষায় অংশ নিতে পারবে সহজেই।মোবাইল ফোন এবং ইন্টারনেট মাধ্যমের প্রযুক্তিগত সাহায্য নিয়ে ‘বিবিসি জানালা’ ইংরেজি শিক্ষাকে গণমানুষের কাছে আরো সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করার প্রত্যয় রাখে, যা পরবর্তীতে উন্নত চাকরি ও ভবিষ্যৎ নির্ধারণে সহায়তা করবে। ২০২১ সালের মধ্যে আড়াই কোটি মানুষকে ইংরেজি শিক্ষায় দক্ষ করে তোলাই এই অঙ্গীকারের লক্ষ্য।
এস এস ডি টেকের চেয়ারম্যান মাহবুবুল মতিন বলেন, এস এস ডি টেকের প্রযুক্তিগত সহযোগিতার হাত ধরে বিবিসি জানালাসর্বনিম্ন সময়েই পৌছে যেতে পারে দেশের সর্বোচ্চ জনগোষ্ঠীর দ্বারে। তিনি এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের জনজীবনে অগ্রগতি সুনিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
২০ এপ্রিল, সকাল ১০ ঘটিকায় এস এস ডি টেক এবং বিবিসি মিডিয়া একশনের মধ্যকার এই অঙ্গীকারনামা স্বাক্ষরিত হয় ঢাকাস্থ এস এস ডি টেকহেড কোয়ার্টারে। এই সময় উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাবৃন্দ; স্বাক্ষর করেন এস এস ডি টেকের পক্ষ এসএসডি টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মেহদি এবং বিবিসি মিডিয়া একশনের বাংলাদেশ শাখার প্রধান রিচার্ড লেস।
প্রেস বিজ্ঞপ্তি