উত্তেজনা বাড়িয়ে আরও শক্তিশালী হচ্ছে ভারতের বিমানবাহিনী

Slider সারাবিশ্ব

110907_bangladesh_pratidin_7-300x200

ঢাকা: আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগেলো। আর তারই জের ধরে এবার আরও কিছু সুখোই যুদ্ধবিমান আনতে চলেছে ভারত।

ভারতের হাতে বর্তমানে ২৭২টি সুখোই এসইউ-৩০০এমকেআই ফাইটার জেট আছে। এটি ভারতের হাতে থাকা অন্যতম মারাত্মক যুদ্ধবিমান।

জানা গেছে, রাশিয়ার সুখোইয়ের লাইসেন্সে এইসব যুদ্ধবিমান তৈরি করছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। শীঘ্রই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে নতুন ৪০টি সুখোই যুদ্ধবিমান তুলে দেবে তারা। এই বিষয়ে প্রস্তাব পাঠানো হচ্ছে কেন্দ্রকে।

এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান টি সুবর্ণ রাজু জানিয়েছেন, প্রত্যেকটি যুদ্ধবিমানের দাম হবে ৪২৫ কোটি টাকা। ২০১০ থেকে এই যুদ্ধবিমানগুলো একই দামে দেওয়া হচ্ছে। আরও তিন স্কোয়াড্রন বিমান একই দামে দেওয়া হবে বলে জানা গেছে।

মোট ৪০টি যুদ্ধবিমানের জন্য খরচ পড়বে ১৭০০০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *