ঢাকা: আজ বিকালে চারটার মধ্যে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষার ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আজ রোববার বিক্ষোভ কর্মসূচি শেষে এ আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। এর আগে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজুভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সেখানে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার ৩২ দিনেও কোটা বাতিলের প্রজ্ঞাপন হয়নি।
ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা আজ বিক্ষোভ করেছি। আমরা কোটা বাতিল চাই না। আমরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছি। আপনারা চাইলে বিশেষ কারো জন্য কোটা রাখতে পারেন। তবে সেটি হতে হবে আমাদের পাঁচ দফা দাবির ভিত্তিতে। এসময় তিনি আরো বলেন, বিকাল চারটার মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে আগামীকাল দেশের দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে। এদিকে দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও একই দাবিতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।