এম এ কাহার বকুল, লালমনির হাট: উত্তরবঙ্গের প্রথম বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ,সময়ের সাথে বিভিন্ন উন্নয়ণমূলক কাজ ও প্রযুক্তির ব্যবহারে প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে।
বৃহস্পতিবার এরই ধারাবাহিকতায় কলেজের ICE ডিপার্টমেন্ট এর উদ্যগে ও সকলের সহায়তায় “REC WELFARE CLUB” নামে একটি সংঘ গঠিত হয়।গরীব-দুঃখী,অসহায় মানুষের পাশে দাড়ানো ও সহযোগিতা করাই এর প্রধাণ উদ্দ্যেশ্য।কলেজে ১০৯ জনের বিনামূল্যে রক্তেরর গ্রুপ নির্ণয় করা হয়।এসময়ে উপস্থিত ছিলেন কলেজের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলামিন,প্রধাণ শিক্ষক নিরোদ বর্মন নাথ সহ শিক্ষকবৃন্দ।ICE ডিপার্টমেন্টের এমন উদ্দ্যোগ কে অভিনন্দন জানায় সকলেই। ICE ডিপার্টমেন্টের প্রধাণ মুরাদ আলী স্যার সহ
মাহফুজ,সাকিব,সাব্বির,মিসতা,দেবশ্রী,সিভিল ডিপার্টমেন্টের তরিকুল ইসলাম,রিদয়,দিব্য(eee) এদের অক্লান্ত পরিশ্রমে সার্থক হয় আয়োজন।ICE ডিপার্টমেন্টের মাহাফুজ তার বক্তব্যে বলেন-“আমরা দুস্থ,অসহায় ও মেধাবীদের পাশে দাড়াবো,আমাদের কাজ হবে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করা,রক্তদান,বাল্যবিবাহ রোধ,মাদকদ্রব্য সেবনের হাত থেকে সমাজকে রক্ষা করা।জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে “মানুষ মানুষের জন্য” এ মহান উক্তিকে সামনে রেখেই শুরু হলো REC WALFARE CLUB এর পথচলা।