কাল ৮ ডিসেম্বর মাদারীপুরের কালকিনি মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে কালকিনি উপজেলা মুক্ত হয়।
স্থানীয় ও মুক্তিযোদ্ধা সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধে কালকিনি ছিলো ২ নম্বর সেক্টরের অধীনে। ১৯৭১ সালের ১২ সেপ্টেম্বর পাকহানাদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় উপজেলার ফাসিয়াতলা বাজারে গণহত্যা ও অগ্নিসংযোগ চালায়। এসময় ১৫০ জন মুক্তিকামী মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। ২৪ সেপ্টেম্বর গোপালপুর ব্রীজে মাইন বিস্ফোরণ ঘটিয়ে ফেরার পথে পাক আর্মির বুলেটে শাহাদাত বরণ করেন শহীদ বীর বিক্রম নুরুল ইসলাম। চলতে থাকে খন্ড যুদ্ধ।
সর্বশেষে ৮ ডিসেম্বর কমান্ডার আ. রহমানের নেতৃত্বে শতাধিক মুক্তিযোদ্ধা লালপুল সংলগ্ন ও থানার অভ্যান্তরে পাকহানাদার ক্যাম্পে হামলা চালিয়ে কালকিনিকে হানাদার মুক্ত করে। এদিন হাজার হাজার নারী-পুরুষ বিজয়ের আনন্দে রাস্তায় বেরিয়ে আসে। কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্যে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। পরে কালকিনি মুক্ত করে মুক্তিযোদ্ধারা মাদারীপুর মুক্ত করার জন্য রওয়ানা হন।
কালকিনি মুক্ত দিবস উপলক্ষে কাল দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন।