ইতিহাসটা আরো আগেই হয়ে যেতে পারতো। কিন্তু আগের দুই ম্যাচে তা আর হলো না। অবশেষে রোহিত শর্মাকে আউট করেই এলো আরাধ্য মুহূর্ত, টি-টোয়েন্টি ইতিহাসের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ৩০০ উইকেট ও ৪০০০ রানের ডাবল হয়ে গেল সাকিবের।
গতকাল মঙ্গলবার আইপিএলের চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইর্জাস হায়দরাবাদের হয়ে এমন রের্কড গড়েন বিশ্বসেরা এ অলরাউন্ডার। বিশ্বে এই কীর্তি আর আছে কেবল ডোয়াইন ব্রাভোর।
পরের তালিকাগুলোতে আছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (৩৪৮), ক্যারিবিয়ান সুনীল নারাইন (৩২৫) এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩০০)।
সাকিবের রেকর্ড করার ম্যাচে অবিশ্বাস্য এক জয় পেয়েছে তার দল সানরাইজার্স হায়দারাবাদ। মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে তারা ৩১ রানে।
ম্যাচটা ছিল লো স্কোরিং। আগে ব্যাট করা সানরাইজার্স হায়দারাবাদ ১৮.৪ ওভারে মাত্র ১১৮ রান করে অলআউট হয়ে যায়। মুম্বাই ইন্ডিয়ান্সের মুস্তাফিজুর রহমান ৩.৪ ওভার বল করে মাত্র ১৮ রান ব্যয় করে একটি উইকেট তুলে নেন।
জবাবে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় মুম্বাই। দলের পক্ষে রশীদ খান ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।