গাজীপুর:টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছে। আজ ১২টার দিকে ঢাকাগামী জামালপুর থেকে আসা একটি ট্রেন সিগন্যাল না মানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ঘটনাস্থলেই প্রায় ষাট/ সত্তর জন যাত্রী আহত হয়েছেন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিভাবে জানা যায়নি।
দুর্ঘটনা কীভাবে ঘটেছে, তা জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিবুল হক। জামালপুর থেকে কমিউটার ট্রেনটি ঢাকায় যাচ্ছিল বলে তিনি জানান। ওই এলাকায় ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়ে অন্য লাইনে চলে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
উত্তরের সঙ্গে ট্রেন চলাচল বন্ধের বিষয়টিও জানিয়েছেন রাকিবুল।