চট্টগ্রামে তিন ধর্ষকের ফাঁসির আদেশ

Slider বাংলার আদালত

f88e8757801013ab86d34e1009cc0d79-5a55b0be87021

চট্টগ্রাম: এক তরুণীকে গণধর্ষণের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন সুজন কুমার দাস, সমীর দে ও যদু ঘোষ।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোখসানা পারভীন এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া আসামিদের মধে৵ সুজন ছাড়া বাকি দুজন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম বলেন, ২০১১ সালের ৮ জুন নগরের দক্ষিণ কাট্টলী এলাকার মহাজন শ্মশান এলাকায় পোশাকশ্রমিক পান্না রানী দাশকে গণধর্ষণ করা হয়। পরে কেরোসিন ঢেলে তাঁর লাশ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় নিহত পান্নার বোন চন্দনা রানী দাশ বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৩ সালের ২১ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

সরকারি কৌঁসুলি বলেন, বিচারক রায়ের আদেশে তিন আসামিকে ফাঁসির আদেশের পাশাপাশি পৃথক আরেকটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডও দেন।
মামলার বাদী চন্দনা রানী দাশ সাংবাদিকদের বলেন, রায়ের আদেশে তাঁরা সন্তুষ্ট। উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *