আমি ফুলকে ভুল বলি,
——————–কোহিনূর আক্তার,
একটি ফুল দিয়ে প্রমকে বিলায়,
একটি মন নিয়ে মনকে মিলায় ।
কি করে বলি আমি তোমাকে চাই
তবুও চাই বারেবার চাই পাই বা না পাই।
জানো তোমাকে খুব ভালো লাগে
তোমাকে ভালবাসি বুকের ভেতর খুব জাগে ।
আচ্ছা চন্দ্র আমাকে তোমার কি মনে ধরে ?
তোমার অপেক্ষায় অনন্ত কাল যখন হাটি
চাঁদটা আলো দেয় আঁধারটাও সরে ।
তুমি অনেক বড় মানুষ,
অনেক বড় তোমার সন্মান তাতে কি হয়েছে
আমার ভালোবাসা তার চেয়ে দামী,
যদিও আমি তোমার চেয়ে অনেক কম নামী ।
আকাশ তো অনেক উপড়ে,
তবুও ঝরে মাটিতে পড়ে,
তোমার কথা বলা, তোমার গায়ের গন্ধ,
তোমার রেগে যাওয়া সব সব আমার অন্তরে ধরে ।
আচ্ছা কখনো কি আমার দিকে মনের ভেতর দিয়ে দেখেছো ?
কাউকে ভালোবাসি বলে বুকে জড়িয়ে গন্ধ নিতে শিখেছো ?
আমি কিন্তু বরাবরই অভ্যস্ত,
চুপচাপ তোমার পিছনে দাড়িয়ে তোমার গন্ধ নেয় ।
আর আমার অনুভবে ,আমার স্পর্শ তোমাকে দেয় ।
সেদিন আমাকে ফুল দিলে,
আর আমার হাতের লাল গোলাপটা তুমি নিলে।
আজও বললে না ভালোবাসি ,
তাহলে ফুল কি ভুল ?
৩/৪/১৮