স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী গোপন বৈঠক করেছেন তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সরকারের কাছে রয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁও সরকারি কলেজে ছাত্রলীগের ‘সেভ ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সচিবালয়ের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বৈঠক করেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাবি করা হয়, এ ধরনের কোনো বৈঠক গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়নি। তবে খালেদা জিয়ার প্রেস সেক্রেটারিসহ কয়েকজন নেতা বৈঠকের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে এতে কোনো আইন লঙ্ঘন করা হয়নি বলে দাবি করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বেগম জিয়ার গুলশান কার্যালয়ে যারা গোপন বৈঠকে উপস্থিত ছিলেন তাদের নামসহ সব ধরনের তথ্য পাওয়া গেছে। তারা কী ধরনের অন্যায় করেছেন সে সম্পর্কে তদন্ত চলছে। তদন্তের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
গোপন বৈঠক সম্বন্ধে গোয়েন্দারা আগেই জানতো। এক্ষেত্রে গোয়েন্দাদের কোনো ব্যর্থতা ছিল না বলে দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এর আগে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “শুধু ক্যাম্পাস পরিষ্কার করলে হবে না, মনও পরিষ্কার করতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “আগামীতে ছাত্রলীগের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গড়ার দায়িত্ব ছাত্রলীগকেও নিতে হবে।”