গাজীপুরে ধানের শীষের সাবেক প্রার্থীর বিরুদ্ধে বর্তমান প্রার্থীর উপর হামলার অভিযোগ

Slider টপ নিউজ

siddek

 

 

 

 

 

 

 

 
গাজীপুর :  গাজীপুর সদর উপজেলার  ভাওয়ালগড় ইউনিয়নে গত ‍নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচিত  ইউপি চেয়ারম্যান এবার নৌকা প্রতীকে নির্বাচন করে বর্তমান ধানের শীষ প্রার্থীর উপর জয় বাংলা শ্লোগান দিয়ে হামলা  করেছে বলে অভিযোগ করেছেন বর্তমান ধানের শীষ  প্রতীকের চেয়ারম্যান প্রার্থী।

গতকাল  শনিবার সন্ধায় মুঠেফোনে আবু বক্কর সিদ্দিক জানান, সন্ধায় রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকার সানসিটি কলোনিতে ভোট চাইতে গেলে আমার ও আমার নেতাকর্মীদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয় । এতে আমি ও আমার ৬/৭ জন নেতাকর্মী আহত হই। পরে সংবাদ পেয়ে আইন শৃংখলা বাহিনী আমাদেরকে উদ্ধার করে ।

হামালার বিষয়ে হোতাপাড়া ফাড়িঁর ইনচার্জ এস.আই. নাজমুল হক নয়নের কাছে জানতে চাইলে তিনি জানান এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

বিএনপি থেকে আওয়ামীলীগে মনোনয়ন পাওয়া  আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ¦ সালাহ উদ্দিন সরকারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *