ভয়ডরহীন টাইগারদের প্রশংসা

Slider খেলা

 

155842bdd_এটা সবাই জানেন যে নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত। তিন-চারজন ছাড়া সবাই বলতে গেলে নতুন। এই দল নিয়েই এই সিরিজে সবকটি ম্যাচ জিতেছে রোহিত বাহিনী। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। কিন্তু টাইগারদের দুর্দান্ত ক্রিকেট দেখে প্রশংসা না করে উপায় ছিল না।

অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘বাংলাদেশ নিশ্চিতভাবেই খুব ভালো দল। এই টুর্নামেন্টে তো খুবই বিপজ্জনক ছিল। দুইশ রানের বেশি তাড়া করেছে। ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। তারা মাঠে নেমে নিজেদের মেলে ধরে মুক্তভাবে এবং উপভোগ করে।’

বাংলাদেশ দলে এখন অভিজ্ঞতা এবং তারুণ্যের দারুণ সমন্বয়। এই সমন্বয়ই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মত রোহিতের, ‘গত তিন বছরে আমরা দেখেছি, কিভাবে নিজেদের খেলার ধরণ বদলে ফেলেছে ওরা। সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি কিছু নতুন মুখও আছে। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় থাকা সবসময়ই দারুণ। এ কারণেই প্রত্যাশিত ফলটা পাওয়া যায়। দলের অভিজ্ঞরা তরুণদের পরিচর্যা করছে। আমার মনে হয়, তারা খুবই ভালো দল এবং যে কোনো জায়গায় গিয়ে ভালো করতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *