বার্সেলোনা ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির আত্মজীবনীমূলক চলচ্চিত্র ‘মেসি’ আগামী বছরের পহেলা জানুয়ারি স্পেনে মুক্তি পেতে যাচ্ছে।
শুক্রবার বার্সেলোনা ফুটবল ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংবাদের সত্যতা নিশ্চিত করা হয়।
বার্সেলোনা ও আর্জেন্টিনার ক্ষুদে তারকা এলএম টেন’র ফুটবল ক্যারিয়ার ও জীবনী নিয়ে সিনেমাটি তৈরি করেন অ্যালেক্স দে লা ইগলেসিয়া। সিনেমাটির পাণ্ডুলিপি রচনা করেন জর্জ ভালদানো।
মেসির শৈশব, বেড়ে উঠা, বার্সেলোনার হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ বিভিন্ন খেলায় মেসির কীর্তিগুলো তুলে ধরা হবে চলচ্চিত্রটিতে।
চলচ্চিত্রটিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন মেসির ক্লাব সতীর্থ জেরার্ড পিকে ও আন্দ্রেস ইনিয়েস্তা। থাকবেন জাতীয় দল ও ক্লাব সতীর্থ মাসচেরানো। এছাড়া ইয়োহান ক্রুয়েফ, সিজার লুইস মেনোত্তি, জর্জ ভালদানো, আলেসান্দ্রে সাবেলাদের মতো গ্রেটদেরও দেখা যাবে সিনেমাটিতে।
প্রসঙ্গত, আগামী বছরের জানুয়ারি এই চলচ্চিত্রটি মুক্তি পেলেও এর আগেই এই চলচ্চিত্রটি দেখানো হয়েছিল। জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ব্রাজিল বিশ্বকাপে এটি সর্বপ্রথম দেখানো হয়। এরপর ভেনিস চলচ্চিত্র উৎসবেও চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।