সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। আজ শনিবার সাড়ে ১০টায় তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।
এর আগে সকাল ৯টায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে দ্রুক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে করে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এছাড়াও লাল গালিচা সংবর্ধনা ও তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ৯টার দিকে তিনি সাভারের পথে রওয়ানা হন।
সকাল সাড়ে ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বেলা সাড়ে ১২টায় হোটেল সোনারগাঁওয়ে শেরিং তোবগের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সৌজন্য সাক্ষাৎ ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।