মায়ের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত হচ্ছে তার সন্তানের হাসি। শিশুকালে এই হাসিটা যেন একটু বেশি আনন্দময়। ডাক্তারিবিদ্যা বলে একটি শিশু ৬ থেকে ১২ সপ্তাহ সময় নেয় পুরোপুরি হাঁসতে। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, এই শিশু জন্মের পর মুহূর্ত থেকে হাসছে!
জন্মের মাত্র ৫ সেকেণ্ড পরেই হাসতে দেখা গিয়েছে এই শিশুকে। আর সে যেমন তেমন হাসি নয়। রীতিমত ঠোঁটে লেগে রয়েছে চওড়া হাসি। ৯ মাস ধরে মায়ের গর্ভে বন্ধ থাকার পর পৃথিবীর আলো দেখার খুশিতেই হয়তো আর হাসি চেপে রাখতে পারেনি শিশুটি। তার হাসি শুধু সবাইকে অবাকই করেনি, গড়ে ফেলেছে বিশ্ব রেকর্ডও। এই শিশুটিই বিশ্বের একমাত্র শিশু যে জন্মের মাত্র ৫ সেকেন্ডেই হেসেছে।
সূত্র : জি নিউজ