মুসলিম দেশগুলোতে বিচ্ছিন্ন সন্ত্রাস নির্মূল করতে হবে : তথ্যমন্ত্রী

রাজনীতি

image_158908.einuতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মুসলিম দেশসমূহে ইসলামের নামে সংঘটিত বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ওআইসি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের রাজধানী তেহরানে চলমান দশম ইসলামি তথ্যমন্ত্রী সম্মেলনে বুধবার উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, ইসলামের সঙ্গে সন্ত্রাসকে সম্পর্কিত করে পরিচালিত অপপ্রচার বন্ধে এটি হবে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ। বাংলাদেশ দূতাবাস, তেহরান থেকে কাউন্সিলর ও চেন্সারী প্রধান এটিএম মোনেমুল হক প্রেরিত বার্তায় একথা জানানো হয়।
বার্তায় আরো বলা হয়, হাসানুল হক ইনু তার বক্তব্যে ফিলিস্তিনি নারী-শিশু-বৃদ্ধ এবং নিরস্ত্র জনগণের ওপর ইজরায়েলি হামলা, হত্যাকাণ্ড ও বিভীষিকার প্রতিবাদ জানান এবং বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যয়সঙ্গত অধিকার আদায়ে বাংলাদেশ সবসময়ই সোচ্চার। ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করে এ সময় তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ইজরায়েলি নৃশংস হামলায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার হওয়া উচিত।

ইরানের সংস্কৃতি ও ইসলামি বিধান বিষয়ক মন্ত্রী আলী জান্নাতীর সভাপতিত্বে বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)’র মহাসচিব আযাদ আমীন মাদানী তার প্রতিবেদন উপস্থাপন করেন। সম্মেলনের প্রথম দিন বাংলাদেশসহ সৌদি আরব, ফিলিস্তিন, সুদান, মরক্কো, নাইজার এবং তিউনিসিয়ার তথ্যমন্ত্রীগণ এবং অন্যান্য দেশের প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও দলনেতা বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী ১ থেকে ৪ ডিসেম্বর তেহরানে অনুষ্ঠানরত ওআইসি তথ্যমন্ত্রী সম্মেলনে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *