ফুল ভিশন ডিসপ্লে’র নতুন স্মার্টফোন এনেছে সিম্ফনি! পি১১ নামের এই স্মার্টফোনটিতে আছে ৫.৭ ইঞ্চি ২.৫ ডি এইচডি প্লাস ডিসপ্লে। অ্যান্ড্রয়েড নুগাট ৭.০ চালিত এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬৪ বিট কোয়াডকোর প্রসেসর। এর গ্লাস প্রটেকশন হিসেবে আছে এনইজি (নিপ্পন ইলেকট্রিক গ্লাস), যা একই সঙ্গে স্ক্র্যাচ পড়া থেকেও রক্ষা করবে বলে দাবি করছে স্মার্টফোন নির্মাণ সংস্থার।
৩জিবি র্যাম আর ৩২ জিবি ইণ্টারনেল স্টোরেজ-এর এই স্মার্টফোনে রাখা হয়েছে মাল্টিটাস্কিং সুবিধা। স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা- দুই ক্যামেরাতেই আছে ফ্ল্যাশ সুবিধা।
স্মার্টফোনটিতে নিরাপত্তার জন্য রাখা ফিঙ্গারপ্রিন্ট ফিচারে এটি ০.১ সেকেন্ডে খোলা যাবে আর ফিঙ্গারপ্রিন্ট বাটন দিয়েই দ্রুত ছবি তোলা যাবে বলে জানিয়েছে সংস্থা। এর ৪০০০ এমএএইচ ব্যাটারি ২০০ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই আর ১২ ঘণ্টা পর্যন্ত টকটাইম সুবিধা দেবে বলেও জানায় তারা। এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে ১৩,৯৯০ টাকা, এর সঙ্গে একটি মোবাইল পাউচ বিনামূল্যে দেওয়া হচ্ছে।