২০১৪ সালের সেরা এয়ারলাইন্স এয়ার নিউজিল্যান্ড

সারাবিশ্ব

image_158810.air_newএয়ার নিউজিল্যান্ডকে ২০১৪ সালের সেরা এয়ারলাইন্স হিসেবে মনোনীত করেছে এয়ারলাইনরেটিংস.কম নামের একটি ওয়েবসাইট। অকল্যান্ডভিত্তিক এয়ারলাইন্সটি টানা দ্বিতীয়বার নিজেদের অবস্থান ধরে রাখলো।

তবে অবনমন হয়েছে ব্রিটিশ এয়ারওয়েজের। ওয়েবসাইটি এয়ারলাইন্সটিকে রেখেছে দশম স্থানে।
তালিকায় স্থান পাওয়া দ্বিতীয় এয়ারলাইন্স হলো আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ। আর হংকংভিত্তিক ক্যাথে প্যাসিফিক রয়েছে তৃতীয় স্থানে। চর্তুথ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারওয়েজ ও দুবাইয়ের এমিরেটস।
ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স, তাইওয়ানের ইভিএ এয়ার, জার্মানির লুফথান্সা, জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ ও ব্রিটিশ এয়ারওয়েজ।

নতুন নতুন সেবা, আর্থিক অবস্থান, পরিচালন নিরাপত্তা, নিবেদিত কর্মী ও ফ্লাইটের অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা বিবেচনায় এয়ার নিউজিল্যান্ডকে সেরা এয়ারলাইন্স হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে ওয়েবসাইটটি।
এছাড়া বেস্ট ইকোনমি ক্লাসের জন্য থাই এয়ারওয়েজ, বেস্ট কেবিন ক্র’র জন্য মনোনীত হয় ভার্জিন ‍অস্ট্রেলিয়া।
আর ইউরোপের সবচেয়ে সাশ্রয়ী এয়ারলাইন্স হিসেবে মনোনীত হয়েছে নরওয়েজিয়ান এয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *