যুক্তরাষ্ট্রে ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা, নিহত – ১

Slider সারাবিশ্ব

2018-02-01_3_779175মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ানসহ রিপাবলিকান দলের অনেক আইনপ্রণেতাকে বহন করা একটি ট্রেনের সাথে ময়লাবাহী একটি ট্রাকের ধাক্কায় একব্যক্তি নিহত ও অপর ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন কংগ্রেসম্যান রয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার ভার্জিনিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা একথা জানান।

হোয়াইট হাউস জানায়, এতে কংগ্রেসের কোন সদস্য মারাত্মকভাবে আহত হয়নি। এ দুর্ঘটনার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে।ওয়াশিংটন থেকে পশ্চিম ভার্জিনিয়াগামী এ ট্রেনে কমপক্ষে ৩শ’ যাত্রী ছিল। এদের মধ্যে আইনপ্রণেতা, তাদের পরিবার ও স্টাফরা রয়েছে।

আহতদের চিকিৎসা দেয়া লাইসেন্সধারী চিকিৎসক সিনেটর বিল ক্যাসিডি টুইটার বার্তায় জানান, ট্রেনের সাথে ধাক্কা খাওয়া ওই ট্রাকে করে তিনজনকে বহন করা হচ্ছিল। এদের মধ্যে একজন নিহত ও অপরজন মারাত্মকভাবে আহত হয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেন, ‘এ দুর্ঘটনায় একজন নিহত ও একজন মারাত্মকভাবে আহত হয়েছে। কংগ্রেস বা তাদের স্টাফদের মধ্যে কেউ মারাত্মকভাবে আহত হয়নি।’
‘আমরা এ দুর্ঘটনায় শিকার হওয়া সকলের জন্য প্রার্থনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *