বিশ্ববিদ্যালয় থেকে চুরি গেল ১০০টি মাথা৷ চমকে গেলেন নাকি! কোনও লোমহর্ষক খুনের কাহিনী বা গোয়েন্দা কাহিনী কিন্তু মোটেই নয়৷বুধবার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানাগার থেকে চুরি গিয়েছে সংরক্ষণ করে রাখা ১০০টি মস্তিষ্ক বা ব্রেন৷
ইউএসএ টুডে সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে গবেষণাগারে আলাদা কাচের পাত্রে ফরম্যালিন দিয়ে এই ব্রেনগুলি সংরক্ষিত করে রাখা হয়েছিল৷ চুরি যাওয়া ব্রেনগুলির মধ্যে রয়েছে কুখ্যাত অপরাধী চার্লস হোয়াটম্যানের ব্রেনও৷ নারকীয় হত্যালীলার সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যক্তি৷ বিশ্ববিদ্যালয় চত্বরে ১৬ জনকে হত্যা করেছিলেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র চার্লস৷পাশাপাশি নিজের পরিজনকেও খুন করেছিলেন ওই ব্যক্তি৷অস্টিন স্টেট হাসপাতাল থেকে ২৮ বছর আগে ব্রেনগুলি বিশ্ববিদ্যালয়কে দান করা হয়েছিল বলে জানা গিয়েছে৷