বলিউড অভিনেত্রী জারিন খান তাঁর ‘১৯২১’ ছবির পরিচালক বিক্রম ভাটকে ‘অফুরান জ্ঞানের অধিকারী’ বলে মন্তব্য করেছেন। ওই ছবিতে তাঁর কাজ করার অভিজ্ঞতার আলোকে তিনি গণমাধ্যমে বিক্রমের প্রশংসা করে বলেন, ‘এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। আমি তাঁকে এই ছবিতে কাজ করার আগে ব্যক্তিগতভাবে চিনতাম না। এবার চিনলাম এবং তাঁর সঙ্গে কাজ করাকে উপভোগ করলাম। তিনি অত্যন্ত বড় মাপের একজন পরিচালক। আমি রীতিমতো তাঁর ভক্ত হয়ে গেছি।’
‘১৯২১’এ রোজ নামে একটি ভূতুড়ে চরিত্রে অভিনয় করেছেন জেরিন। তিনি আরো বলেন, ‘আমি অনেক আগে থেকেই তাঁর সাথে কাজ করতে চেয়েছি। অবশেষে সে সুযোগ মিলল। ছবিটি অসাধারণ। এমন একটি চমৎকার গল্পনির্ভর ছবিতে কাজ করার অভিজ্ঞতা সত্যিই মনে রাখার মতো। দারুণ মানুষ পরিচালক বিক্রম। এখন আমরা ভালো বন্ধু। অফুরান তাঁর জ্ঞানের ভাণ্ডার।’
গত সপ্তাহে মুক্তি পাওয়া ছবি ‘১৯২১’ চিত্রায়িত হয় লন্ডনে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জারিন খান ও করণ কুন্দ্র। ছবিটির গল্পে পাওয়া যাবে মৃত্যু আর জীবনের দ্বন্দ্ব। যা চিত্রায়িত হয়েছে নিখুঁতভাবে।