Samsung Galaxy A8 plus -এর সবথেকে বড় ফিচার্স হল, এটি ধুলো এবং জল প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। এছাড়া, 4G VoLTE, WiFi 802.11ac, Bluetooth v5, NFC and USB Type-C নেটওয়ার্ক সাপোর্ট করবে। এবং এই ফোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও সাপোর্ট করবে।
ফোনটিতে Octa-Core Exynos 7885 processor সঙ্গে Mali-G71 GPU, অ্যান্ড্রয়েড ভি৭.১.১ নোগাট রয়েছে।
Samsung Galaxy A8 plus ফোনে ৬ ইঞ্চি HD Super AMOLED ডিসপ্লে রয়েছে। কালো এবং সোনালি, দুটি রংয়ে পেয়ে যাবেন ফোনটি।
স্যামসংয়ের নতুন এই ফোনে 6 GB RAM, ৬৪ জিবি স্টোরেজ এবং ২৫৬ জিবি এক্সপ্যাণ্ডেবল মেমোরি রয়েছে।
Samsung Galaxy A8 Plus ফোনটিতে ১৬ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। শুধু তাই নয়, আরও একটি ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরাও রয়েছে।
ফোনটির দাম ৩২ হাজার ৯৯০ টাকা। ২০ জানুয়ারি থেকে আপনি হাতে পেতে পারেন।