১১৫ বছরের নিয়ম ভেঙে জার্সির ডিজাইন পাল্টে ফেলছে বার্সেলোনা

খেলা

jersy১১৫ বছরের নিয়ম ভেঙে বার্সেলোনা তাদের জার্সির ডিজাইন পাল্টে ফেলছে৷ দু’বছর আগে তারা একবার নিয়ম ভেঙে জার্সির সামনে স্পনসরদের নাম যোগ করে৷
এবারও বদল আরও ব্যাপক–বার্সেলোনার বহু পরিচিত স্ট্রাইপ দেওয়া জার্সি পাল্টে যাচ্ছে৷ আগামী বছর থেকে লম্বার বদলে আড়াআড়ি স্ট্রাইপ দেওয়া হচ্ছে মেসি, নেইমারদের জার্সিতে৷
বার্সেলোনার এক কাগজে এই খবর বেরোনের সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বার্সেলোনা ক্লাব মহলে৷ অধিকাংশ সমর্থকই মারাত্মক ক্ষুব্ধ৷
তারা কিছুতেই চান না, এখনকার জার্সির স্টাইল পাল্টে যাক৷ বরং এখনকার জার্সি রাখার পক্ষপাতী তারা৷ ক্রুয়েফ থেকে শুরু করে বড় রোনাল্দো–যে জার্সিতে খেলতেন৷ বার্সেলোনার জার্সিতে মাঝে স্ট্রাইপগুলো চওড়া হয়েছে৷ সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে৷
তবে কখনোই আড়াআড়ি হয়নি৷ এবার শোনা যাচ্ছে, কর্তারা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন৷ এ ব্যাপারে বড় ভূমিকা রয়েছে বর্তমান স্পনসর কাতার এয়ার ওয়েজের৷
সম্প্রতি স্পেন ফুটবলে তীব্র জল্পনা চলছে, বার্সেলোনা স্পেন থেকে বেরিয়ে গেলে তারা লা লিগায় খেলবে কী করে৷ তারা লা লিগায় থাকবে কিনা৷ কেননা বার্সেলোনার জনগণ রায় দিয়েছে, স্বাধীনতার পক্ষে৷ ওই বিতর্ক চলার ফাঁকে আর এক বিতর্ক তাড়া করল বার্সেলোনাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *