দিলশান-সাঙ্গাকারার সেঞ্চুরিতে ১৪৮ রানে জিতলো শ্রীলঙ্কা

Slider খেলা

67321_srilanka

স্কটল্যান্ডকে ১৪৮ রানে হারিয়ে গ্রুপ টেবিলে বাংলাদেশের ওপরে উঠে গেল শ্রীলঙ্কা। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়া শ্রীলঙ্কা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের সামনে আজ রানের পাহাড় দাঁড় করে। কুমার সাঙ্গাকারা ও তিলকারতেœ দিলশানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৬৩ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে ৪৩.১ ওভারে ২১৫ রানে অলআউট হয় স্কটল্যান্ড। তবে ফ্রেডি কলেমন সর্বোচ্চ ৭০ ও অধিনায়ক পেস্টন মমসেন করেন দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান। চতুর্থ উইকেটে তারা গড়েন সর্বোচ্চ ১১৮ রানের জুটি। তবে দলের বড় হার এড়াতে পারেন নি তারা। এতে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচই জয়হীন থাকতে হলো তাদের।
এর আগে ২১ রানের প্রথম উইকটে হারায় শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় উইকেটে ১৯৫ রানরে জুটি গড়েন দিলশান ও সাঙ্গাকারা। দিলশান ৯৯ বলে ১০৪ ও সাঙ্গাকারা ৯৫ বলে ১২৪ রান করেন। আর মাঝে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ৬ ছক্কা ও ১ চারে ২১ বলে করেন ৫১ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *