আবু বকর সিদ্দিক নাইম জাবি থেকে : ঢাকা আরিচা মহাসড়কে হানিফ পরিবহনের গাড়ি আটক করে চাঁদাবাজির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগ নেতা আব্দুর রহিম জুয়েলকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে জাবি ছাত্রলীগ।
বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন জাবি শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি। আটককৃতদের মধ্যে একজন ছাত্রলীগ নেতা বলে দাবি করে জনি বলেন, ১২ ছাত্রলীগ নেতা আটক নিউজ প্রকাশিত হলেও ছাত্রলীগের পদধারী নেতা শুধু জুয়েল। তাই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বাকিরা ছাত্রলীগের কেউ নয়।
তিনি আরো বলেন, ঘটনা সিরাজগঞ্জে ঘটেছে এর দায়ভার ছাত্রলীগ নেবেনা।
উল্লেখ্য, রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে মীর মশাররফ হোসেন হলের প্রধান গেটে (ঢাকা আরিচা মহাসড়ক) হানিফ পরিবহনের গাড়ি আটক করে চাঁদাবাজির অভিযোগে এম এইচ হলের ছাত্রলীগ নেতাকর্মীদের আটক করা হয়। তবে আটককৃতদের মধ্যে একজন ছাত্রলীগ নেতা বলে দাবি করেছে জাবি ছাত্রলীগ।
আটককৃতরা হলেন- ছাত্রলীগ নেতা জুয়েল, রবিউল, তানবীর, বেলাল, তালহা ও সিফাত।