রাজনীতিতে নাম লেখালেন রজনীকান্ত

Slider বিনোদন ও মিডিয়া

1495888113433

 

 

 

 

 

 

 

 

 

 

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির খাতায় নাম লেখালেন দক্ষিণ ভারতের তামিল কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত।

বেশ কিছুদিন ধরেই এই ‘থালাইভা’ বা ‘বস’ রাজনীতিতে আসছেন এমন জল্পনা ছিল তুঙ্গে। এ জন্য ভক্ত, অনুসারী আর শুভানুধ্যায়ীদের নিয়ে গড়েছিলেন আলাদা শিবির।

সর্বশেষ আজ রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে রজনীকান্ত জানিয়ে দেন, তিনি নতুন পার্টি গড়ছেন। বলেন, ‘সবকিছুর জন্য পরিবর্তন দরকার। এখানে এখন এটাই দরকার। আমরা ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই। আমি সুশাসন আনতে চাই।’

অভিনয়জগৎ থেকে রাজনীতিতে এসে জনমন জয় নেওয়ার উদাহরণ ভারতে নতুন নয়। খোদ তামিলনাড়ু রাজ্যই এখন শাসন করছে একসময়ের রুপালি পর্দার সাড়াজাগানো অভিনেত্রী জয়ললিতার দল এআইএডিএমকে। তিনি অনুসারীদের কাছে ‘আম্মা’ নামে পরিচিত ছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় এ বছর মারা যান তিনি। তার পর থেকেই তার দল দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।

ঠিক এমন একটি মুহূর্তে অন্য অনেক, বিশেষ করে ক্ষমতাসীন ভারতীয় জনতা দলে (বিজেপি) যোগদানের আমন্ত্রণে সায় না দিয়ে নতুন দল গড়ার ঘোষণা দিলেন রজনীকান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *