নোকিয়া ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন নোকিয়া ৬-কে আগামী বছর নতুন করে বাজারে আনতে চলেছে চীনা স্মার্টফোন কম্পানি এইচএমডি গ্লোবাল। এই ফোনটিতেই সর্বপ্রথম নোকিয়া বেজেলহীন বা স্ক্রিনের পুরোটাজুড়েই ডিসপ্লে যুক্ত করতে যাচ্ছে।
এছাড়াও আরো কিছু পরিবর্তন আসতে চলেছে ফোনটিতে। আর দামও রাখা নাগালের মধ্যেই। ফলে অল্প দামেই একটি শীর্ষ মানের ফোনের অভিজ্ঞতা এনে দিবে নোকিয়া ৬ (২০১৮)। আসুন জেনে নেওয়া যাক নোকিয়া ৬ এর ফিচারগুলো:
>৫.৫ ইঞ্চি আইপিএস এলসিডি, ধুলো এবং পানির ছিটারোধী এবং ১৯২০x১০৮০ পিক্সেল ও কর্নিং গরিলা গ্লাসযুক্ত ডিসপ্লে।
>৪জিবি র্যাম, ৩২/৬৪জিবি স্টোরেজ, যা ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
>রিয়ার ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল এবং এফ/১.৮ অ্যাপারচার এর। ফ্রন্ট ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের।
>কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০. ২.২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর।
>ব্যাটারি ৩০০০ এমএএইচ।
>নেটওয়ার্ক সাপোর্ট- ৪জি।
>অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ৮.০।
>বাংলাদেশে ফোনটির দাম পড়বে প্রায় ৩০ হাজার টাকা।
২০১৮ সালের শুরুর দিকেই ফোনটি বাজারে আসতে চলেছে বলে শোনা যাচ্ছে।
ইউটিউবে রিলিজ হওয়া নোকিয়া ৬ (২০১৮) এর সম্ভাব্য ডিজাইন