ফেসবুক কাপানো প্রচারণায় কাউন্সিলর পদপ্রার্থীরা

Slider ঢাকা

your-vote-counts

 

 

 

 

 

উত্তরা প্রতিনিধি :
রাজধানী ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের  নবগঠিত চারটি ওয়ার্ডে আগাম নির্বাচনের সু বাতাস বইছে। তুরাগের হরিরামপুর ইউনিয়নে জনপ্রিয় নেতাদের সাথে ঝিমিয়ে পড়া নেতাদেরও দেখা মিলছে তাই ফেসবুক ,দেয়াল পোষ্টারে ।  নতুন এই চারটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে এখন ই নড়েচড়ে উঠেছেন স্থানীয় রাজনৈতিক, সমাজসেবক ও অরাজনৈতিক ব্যক্তি বর্গ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের প্রচার প্রচারণা তাই রীতিমত চোখে পড়ার মতো। সরগরম হয়ে উঠেছে এলাকার পাড়া-মহল্লার চায়ের দোকান গুলো। অনেকেই বা দোয়া চেয়েছেন পোস্টার-ফেস্টুন করে। তাছাড়া বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সমাজকল্যাণ সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। পাশাপাশি যে কোন অনুষ্ঠানে কিংবা কোনো সামাজিক কাজে অনুষ্ঠান আয়োজকদের হাতে অর্থ সহায়তা হিসেবে মোটা অংকের টাকাও গুজে দিচ্ছেন কিছু কাউন্সিলর পদপ্রার্থীরা।
জানা গেছে ডিএনসিসির নবগঠিত উত্তরা ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হতে চেষ্টা চালাচ্ছেন বিএনপির আফাজ উদ্দিন,মোস্তফা কামাল আওয়ামী লীগের   শরিফুর রহমান, প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, আবুল হোসেন মন্ডল। তুরাগের ৫২ নাম্বার ওয়ার্ডে আলাউদ্দিন আল সোহেল,আলহাজ্ব জমির হোসেন ,মোহাম্মদ ইব্রাহিম গনি, ডিএম হালিম, মাহবুব ইসলাম, ইকবাল মাস্টার , দেলোয়ার হোসেন, আবুল হোসেন খান সহ মহাব্বত খান। ৫৩ নং ওয়ার্ডে আবুল কালাম রিপন  মহিবুল ইসলাম,নাসির উদ্দিন নাসিম, নুরুল ইসলাম নূরু, কফিল উদ্দিন, রবিউল হক, জিয়াউল হক জিয়া।বিএনপির আতিকুর রহমান আতিক, মোস্তফা জামান।

৫৪ নাম্বার ওয়ার্ডে আব্দুর রাজ্জাক, মোঃ জহিরুল ইসলাম,জবেদ আলী, আবদুল বারেক, বিএনপির হারুনুর রশিদ খোকা, সুরুজ্জ,  প্রমুখ। সংরক্ষিত মহিলা ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে রীতা খান, সোহেলী পারভীন শিখা প্রার্থী হতে চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কোনদিন কোনো সামাজিক কর্মকাণ্ডেও দেখেননি তারাও কাউন্সিলর নির্বাচনে পোস্টার ব্যানার ফেস্টুন ফেসবুকের মতো গণমাধ্যমে ছড়িয়ে এলাকাবাসী দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। তবে তাদের রাজনৈতিক অবস্থান শুধুমাত্র ফেসবুকেই সীমাবদ্ধ।
৫৩ নং ওয়ার্ড এর সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী যুবলীগের ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সহ সম্পাদক আবুল কালাম রিপন বলেন,কার জনপ্রিয়তা কতটুকু তা সময় আসলেই বুঝা যাবে।   তিনি  আরো বলেন দলের বাহিরে কিছুই করবো না। দলের সিদ্ধান্ত আমার কাছে বড়।তাছাড়া এই এলাকার সন্তান হয়ে এলাকাবাসীর কাছে আমার দাবী এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ‍্য প্রার্থী কে ভোট দিয়ে জয় যুক্ত করবেন।
উল্লেখ্য যে,
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনের তফসিল জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে । তবে উপস্থিতিতে আটটি ইউনিয়ন ভেঙে নতুন ১৮ টি ওয়ার্ড এর গেজেট করা হয়েছে। তুরাগের হরিরামপুর ইউনিয়ন ভেঙে ৫১,৫২,৫৩,৫৪নাম্বার চারটি ওয়ার্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *