ছায়েদুল হকের দাফন সম্পন্ন

Slider জাতীয়

164646minister_dafon_kalerkantho_pic

 

 

 

 

নামাজের জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের দাফন সম্পন্ন হয়েছে।

আজ রবিবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা থেকে মন্ত্রীর মরদেহবাহী হেলিকপ্টার নাসিরনগর ডিগ্রি কলেজসংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে।

এ সময় তাঁর মরদেহ গ্রহণ করেন আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এর পরে বেলা সাড়ে ১২টায় স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ছায়েদুল হককে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় বিউগলে বেজে ওঠে করুন সুর। গার্ড অব অনার শেষে এ মাঠেই তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফুল দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান নাসিরনগরে আওয়ামী পরিবারসহ মুক্তিযুদ্ধের পক্ষের নানা শ্রেণি পেশার মানুষসহ সর্বস্তরের নাগরিক।

দ্বিতীয় জানাজা শেষে মন্ত্রী ছায়েদুল হকের জম্মস্থান উপজেলার পূর্বভাগ হাইস্কুল মাঠে বাদ জোহর তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এর পরে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *