পাখির এই বৃহত্তম মূর্তিটি কোথায়?

Slider সারাবিশ্ব

184023jatayu

 

 

 

 

 

আপনি যদি রামায়ণ দেখে থাকেন, পড়ে বা শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই জটায়ুর কথা মনে আছে। যিনি রাবণের হাতে থেকে সীতাকে রক্ষা করার জন্য নিজের প্রাণ দিয়েছিলেন।

রাবণ জটায়ুর ডানা কেটে দিয়েছিলেন। তারপর মরণাপন্ন অবস্থায় মাটিতে পড়ে যান।

সেই শক্তিমান জটায়ুর উদ্দেশ্যে ভারতের কেরালার কোল্লাম জেলার চাঁদমঙ্গলম গ্রামে জটায়ু নেচার পার্ক তৈরি করা হয়েছে। এই পার্কের বিষেশত্ব হলো এখানে নির্মিত জটায়ুর মূর্তির আকার বিশাল।

পক্ষীরাজ জটায়ুর এই মূর্তি সমগ্র পৃথিবীতে নির্মিত পাখিদের মধ্যে সবচেয়ে বড়। পাহাড়ের ওপর নির্মিত এই মূর্তিটি ২০০ ফুট দীর্ঘ, ১৫০ ফুট চওড়া এবং ৭০ ফুট উচ্চ। বলা হয় যে, এই মূর্তিটি ঠিক সেই জায়গায় রয়েছে যেখানে জটায়ু আহত হয়ে পড়ে গিয়েছিলেন।

প্রোজেক্ট হেড এবং মালেয়ালম চলচ্চিত্র নির্মাতা রাজিব আঙ্কলের নেতৃত্বে ১৫০০০ বর্গ ফুট একটি প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে।
এই জাতীয় উদ্যানটি মানব নির্মিত প্রাকৃতিক মিথোজীবিত্বের সাথে পর্যটক স্হান রূপে বিখ্যাত।

এই প্রাকৃতিক উদ্যানে জটায়ুর মূর্তির সাথে ৬ডি থিয়েটার এবং ডিজিটাল মিউজিয়াম পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। পার্কে কেরালার সুপরিচিত আয়ুর্বেদিক ঔষধও সরবরাহ করা হবে।

– ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *