সিলেটের মায়া রাণী ধর বনবিভাগের পুরুষ্কার পাচ্ছেন আজ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

Maya-Rani-Dhor-pic-2-300x199

হাফিজুল ইসলাম লস্কর :: বৃক্ষরোপনে বনবিভাগের প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছেন সিলেটের মায়া রাণীধর। আজ রোববার রাজধানীর আগারগাঁওস্থ বন অধিদপ্তর থেকে তিনি পুরস্কার গ্রহন করবেন।
সিলেটে বৃক্ষরোপন ও উৎপাদনে বিশেষ অবদানের জন্য এ পুরস্কারে ভূষিত হন। এর পুর্বে সিলেট বিভাগীয় পর্যায়ের আয়োজিত বৃক্ষমেলায় একাধিক বার প্রথম পুরস্কার পেয়েছেন মায়া রানী ধর।
নগরীর দাড়িয়া পাড়াস্থ পুরাতন মেডিকেল সংলগ্ন সিলেট নার্সারীর সত্বাধীকারী হিসেবে তিনি বিভিন্ন গাছের চারা উৎপাদনে অবদান রাখাসহ গাছের পরিচর্যা ও গাছের যত্ন নেয়ার প্রশিক্ষন দিয়েছে তার প্রতিষ্ঠান। বাড়ির ছাদে অথবা আঙ্গিনায় ফল ও ফুলের গাছ লাগানো এবং কারিগরি পদ্ধতিতে সহযোগিতা করছে তার প্রতিষ্ঠান।
পুরস্কার পাওয়া প্রসঙ্গে তিনি জানান, আজ এ পুরস্কার পেয়ে আনন্দিত। এ পুরস্কার তার কাজে আরো উৎসাহ যোগাবে। আগামীতেও তিনি ব্যাপকভাবে সবুজের পরিচর্যা করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *