গোপালগঞ্জে বর্ষার আগমনী বার্তায় কদমফুল

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি খুলনা

Photo

 

 

 

 

 
এম আরমান খান জয়,গোপালগঞ্জ ॥
প্রকৃতির চিরাচরিত নিয়মে বর্তমানে জৈষ্ঠ্যের কাঠফাঁটা রোদে কদম ফুল নিয়ে নাগরিক মনের কবিত্ব যেন পুড়ে ছার-খার হয়ে যাচ্ছে। প্রত্যেকটি নর-নারীর মনে হাঁসফাঁস করা গরমে অঝোর ধারায় বৃষ্টি-বর্ষণের জন্য প্রতিক্ষা বাসা বাঁধছে। বর্ষা মানেই গুচ্ছ গুচ্ছ কদমফুলের সুবাস। বর্ষা মানে কদমফুলের মতই তুলতুলে নরম বৃষ্টির রিনিঝিনি শব্দের ধ্বনি। কদমই যেন বর্ষার বিশ্বস্ত দূত। প্রকৃতি কাব্যময় এই ঋতু আসতে এখনও বেশ দেরি। চারিদিকে কদমের ফুটন্ত সৌন্দর্য বর্ষার আগমনী বার্তা বয়ে আনছে। গোপালগঞ্জের গ্রামে-গঞ্জের বিভিন্ন স্থানে ফুটেছে কদমফুল। কদমফুলের সৌন্দর্যে মেতেছে শিশু-কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধসহ সব শ্রেণির মানুষ। রাস্তা-ঘাটের পাশে গাছে গাছে কদমফুল ফোটার দৃশ্য দাঁড়িয়ে দেখছে সৌন্দর্য পিপাসু জনতা। ছবিটি সদর উপজেলার রঘুনাথপুর ধর্ম খেয়াঘাট ব্রিজের কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *