পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই: কোহলি

Slider খেলা

 

160518virat_kalerkantho_pic

 

 

 

 

 

একসঙ্গে শচীন টেন্ডুলকারের বায়োপিক দেখে, আনুশকা শর্মার সঙ্গে জহির খানের বাগদান পার্টিতে গিয়ে মজা করেই দলবল নিয়ে ইংল্যান্ডে উড়ে গেছেন বিরাট কোহলি। ম্যঞ্চেস্টারে জঙ্গি হামলায় উদ্বেগও কাজ করেনি। যাওয়ার আগে পার্টির মেজাজেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারত অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলতে গিয়ে যথারীতি এসেছে পাকিস্তানের বিপক্ষে ৪ জুনের ম্যাচ প্রসঙ্গ। তবে এই ম্যাচটিকে আলাদা করে ভাবতে নারাজ কোহলি।

প্রশ্ন ছিল, বর্তমান রাজনৈতিক অবস্থার মধ্যে পাকিস্তানের সঙ্গে খেলাটা ঠিক হচ্ছে কি না? শুনে কোহলির জবাব, “আপনার নিজের কী ধারণা? মনে হচ্ছে, আপনি নির্দিষ্ট একটা ধারণা নিয়ে এখানে এসেছেন। এক জন ক্রিকেটার হিসেবে বলছি, আমরা যখন ব্যাট করি, তখন উল্টো দিকে থাকা সঙ্গীর কথাও মাথায় রাখি না। তাই বুঝতেই পারছেন, আমরা খেলার বাইরের ব্যাপার নিয়ে বিশেষ ভাবনা-চিন্তা করার সময় পাই না। ”

তবে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যালেঞ্জ যে কতটা কঠিন তা ভালো করেই জানেন কোহলি। তিনি বলেছেন, “বিশ্বের সেরা ৮টি দল এখানে খেলে আর টুর্নামেন্টটাও ছোট। , তাই আমার মনে হয় বিশ্বকাপের চেয়েও কঠিন এই টুর্নামেন্ট। বিশ্বকাপে শুরুর দিকে কিছুটা পিছিয়ে থাকলেও পরে তা সামলে নেওয়া যায়। কিন্তু এই টুর্নামেন্টে সব ম্যাচেই সেরা ফর্মে থাকতে হবে। না হলেই বিপদ। ”

কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ মানে আলাদা টেনশন নয়? কোহলির জবাব, “দর্শকদের জন্য অবশ্যই ভারত-পাকিস্তান ম্যাচ একটা উত্তেজনার বিষয়। কিন্তু আমাদের কাছে এটা আর পাঁচটা ক্রিকেট ম্যাচের মতোই। আলাদা কিছু নয়। আর আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে এই প্রথম কোনও ম্যাচে নামছি না। ভারতের হয়ে খেলতে আমাদের বাড়তি অনুপ্রেরণার প্রয়োজন হয় না। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *