ঢাকা; রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে আটক বিএনপি নেতা আসলাম চৌধুরীকে জামিন দিয়েছে হাই কোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মিফতাহ্ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর বেঞ্চ এক বছর ধরে কারাবন্দি এই বিএনপি নেতাকে জামিন দেয়। তবে জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল আবেদন দাখিল করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতে দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম মনিরুজ্জামান কবীর। আগামী রোববার এ আবেদনের ওপর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে শুনানি হতে পারে। ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল।