২০ জনের নামের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি

Slider জাতীয় বাংলার মুখোমুখি

51576_lead

 

ঢাকা; নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে প্রেসিডেন্টের কাছে নাম জমা দিতে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। এই ২০ জনের মধ্য থেকে বাছাই করে ১০ জনের নামের তালিকা দেয়া হবে প্রেসিডেন্টকে। এই ১০ জন থেকে পাঁচ জনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন প্রেসিডেন্ট।
বিকালে সার্চ কমিটির বৈঠকে ২০ জনের নামের তালিকা করা হয়। এর আগে বিকাল তিনটা পর্যন্ত ২৫টি রাজনৈতিক দল ৫ জন করে ১২৫ জনের নামের তালিকা জমা দেয়। নাম জমা দেয়নি ৬ টি দল। দলগুলোর প্রস্তাবনা হাতে পাওয়ার পর এ নিয়ে বৈঠকে বসে সার্চ কমিটি। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফি‌উল আলম সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলগুলোর দেয়া তালিকা এবং কমিটির সদস্যদের নিজস্ব পছন্দ মিলিয়ে ২০ জনের তালিকা করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করবে না কমিটি। কমিটি বুধবার চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করবে। এ বৈঠকের জন্য মেজর জেনারেল (অব.) আবদুর রশিদকে আহবান জানানো হলেও একটি মামলায় সম্পৃক্ত থাকায় তার নাম বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *