সৈয়দপুরের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Slider গ্রাম বাংলা

15328309_1113966725339047_1710136986_n

 

 

 

 

 

 

শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পাটের বস্তা ব্যবহার না করে পলিথিন ব্যাবহার করায় দুইটি চালের দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুবুল আলম এসব দোকানে অভিযান চালায়। পরে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় এসব দোকানে বিভিন্ন পরিমানের নগদ অর্থ জরিমানা করেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী খাদ্যদ্রব্যে পাটের বস্তা ব্যবহার না করায় জব্বার ট্রেডার্সের মালিক ইকবাল হোসেনকে দুই হাজার টাকা ও গুড্ডু চাল দোকানের মালিক এরশাদ আলম গুড্ডুকে চার হাজার টাকাসহ মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- পাট উন্নয়ন কর্মকর্তা তৈয়বুর রহমান, সৈয়দপুর থানার এসআই জিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *