দেশের দশম সিআরপি নির্মিত হচ্ছে রংপুরে

Slider রংপুর

crp

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ রংপুর সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের অন্তভুক্ত মাহিগঞ্জের ডিমলায় নির্মিত হতে যাচ্ছে দেশের দশম পক্ষাঘাতগ্রস্থ পুনবার্সন কেন্দ্র রংপুর সিটি কর্পোরেশন সিআরপি। বৃহষ্পতিবার (১৭ নভেম্বর) পক্ষাঘাতগ্রস্থ পুনবার্সন কেন্দ্র রংপুর সিটি কর্পোরেশন সিআরপির সাম্ভব্য স্থান পরিদর্শন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু।

এ সময় সঙ্গে ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর শাহজালাল করিম বকুল, মেয়র মহোদয়ের একান্ত সচিব রাশেদুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্মআহবায়ক হারুন অর রশীদ, আওয়ামীগ নেতা আলমগীর চৌধুরী, সাতমাথা ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক তৌফিকুর রহমান তপু, সমাজ সেবক আব্দুর রহমান বাবু, বিল্পব গোস্বামী, মহানগর আওয়ামীলীগ নেতা আবু সাহাদত মোঃ সাওন, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু প্রমুখ ।

উল্লেখ্য রংপুর পক্ষাঘাতগ্রস্থ পুনবার্সন কেন্দ্র(সিআরপি)তে শারীরিক প্রতিবন্ধী ও মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা ও প্রশিক্ষন প্রদান করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *