শহরকে পরিছন্ন রাখতে সৈয়দপুর পৌরসভার বিজ্ঞপ্তি প্রকাশ

Slider গ্রাম বাংলা

th

শাহরিয়ার সাদিক,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দোকানপাট, বিভিন্ন  অফিস ও ঘরে ঘরে বিলি করা হচ্ছেপ্রচারপত্র। এই প্রচার পত্রে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু করা হয়।

বিজ্ঞপ্তিতে শহরবাসীর উদ্দেশ্যে বলা হয়েছে, আপনার সহযোগিতা কামনা করছি। দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের আবর্জনা রাতেই পরিস্কার করুন। শহরের ময়লা,আবর্জনা,ক্ষতিকর বর্জ্য ডাস্টবিন ও নির্দিষ্ট স্থানে ফেলুন।

সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, গত তিন মাস ধরে পৌরসভার মেয়রসহ সকল কাউন্সিলর নিরলসভাবে শহর পরিচ্ছন্ন করার কাজে অংশ নিচ্ছেন।পরিচ্ছন্নকর্মীরা রাত ৩টা থেকে ভোর অবধি আবর্জনা সরিয়ে নিচ্ছেন। এখন পৌরবাসীকেও সম্পৃক্ত করে প্রভাতী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বেশ কিছুদিন এ কর্মসূচি চলবে বলেজানান তিনি। আমাদের লক্ষ্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নাগরিক সুবিধা। এজন্য সকলকেই সচেতন হতে হবে। প্রভাতী কর্মসূচি সেই লক্ষ্যে কাজ করবে। শহর পরিচ্ছন্ন রাখতেপৌরসভার হটলাইন স্থাপন করা হয়েছে। জনগণ এ থেকে পরিচ্ছন্নতা সম্পর্কিত সকল সহযোগিতা পাবেন।

এ ব্যাপারে স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, এতো দিন পরিচ্ছন্নতা নিয়ে ভালো কোন উদ্দ্যোগ ছিল না বলে তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *