মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৯  

Slider জাতীয়

15751_map
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার ব্রীজের উপর আজ শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ যাত্রী মারা গেছে। এই ঘটনায় প্রায় ৩৫ যাত্রী আহত হয়েছে। পুলিশ ও ফায়াস সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহণের (ঢাকা মেট্রো-ব ০২-০৫২৯) একটি যাত্রীবাহী বাস মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রীজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৫ যাত্রী মারা যায়। এছাড়াও মাদারীপুর সদর হাসপাতালে ৩ জন ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ১ জন যাত্রী মারা যায়। নিহতদের মধ্যে বরিশালের হিরু লাল বাড়ৈ (৬০), ঝালকাঠির সুফিয়া বেগম (৫০), বাসের সুপারভাইজার টিটু (৪০), মো. আলী (৪৫), মিজান (৪০)। বাকিদের নাম জানা যায়নি। প্রতক্ষদর্শী বাস যাত্রী বরিশাল নার্সিং ইনস্টিটিউশনের ছাত্রী দিতি জানান, ‘চোখের পলকেই কিছু বুঝে ওঠার আগেই বাসটি রেলিং ভেঙ্গে খালের মধ্যে পড়ে যায়।’ এই ঘটনায় কমপক্ষে ৩৫ যাত্রী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম  বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি থেকে আহত ও নিহতদের উদ্ধার করেছে। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মর্গে ও আহতদের চিকিৎসার জন্য সকল ব্যবস্থা নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *