চরফ্যাশনে ঘাসের বাজার উদ্বোধন ও চাষের উপকরণ বিতরণ

Slider টপ নিউজ

14696991_985653718212835_1421881016_n

 

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ঘাসের বাজার উদ্ভোধন ও খামারীদের মাঝে চাষের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর ফ্যাশন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, প্রাণি পুষ্টি উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প এর আওতাধীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো: মনোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, চরফ্যাশন এর সভাপতিত্বে এবং চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হিরন্ময় বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারী কলেজের লেকচারার মোহাম্মদ সোলায়মান, মো: আক্তারুল আলম সামু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর, চরফ্যাশন পৌরসভা, মো: তরিকুল ইসলাম মিলন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর, চরফ্যাশন পৌরসভা।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চরফ্যাশন উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব ও দুগ্ধ খামারীদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাবিবুর রহমান ফরাজী, আলহাজ্ব মো: জাহাঙ্গীর হোসেন মিয়াজী, প্রভাষক মোহম্মদ হারুন,এওয়াজপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো: সাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রাণি পুষ্টি উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প ( ২য় পর্যায়),সাভার, ঢাকা এর আওতায় ০২ দিন ব্যাপী ঘাস চাষ ও প্রাণি পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেষে ২য় ব্যাচে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন খামারীর মধ্যে ২০০ করে নেপিয়ার ঘাসের কাটিং, ১ কেজি ভিটামিন প্রিমিক্স, কৃমিনাশক বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ মনোয়ার হোসেন বলেন প্রাণীজ আমিষের চাহিদা পূরনে এ প্রকল্প গুরুত্ত্বপূর্ন ভূমিকা রাখবে। তিনি ঘাস চাষীদের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হিরন্ময় বিশ্বাস জানান খামার লাভজনক করার পূর্ব শর্ত হল পর্যাপ্ত সবুজ ঘাসের চাষ করা।তাই উক্ত প্রকল্পের সহযোগিতায় তিনি চরফ্যাশন উপজেলায় ঘাস চাষে বিপ্লব ঘটাবেন বলে জানিয়ে দেন। তিনি আরো বলেন তালিকাভুক্ত ১০০ জন খামারীর মধ্যে এ পর্যন্ত ৫০ জনকে প্রশিক্ষণ ও উপকরন বিতরন করা হয়েছে। বাকীদেরকে প্রকল্পের সংস্থান অনুসারে চলতি বছরেই প্রশিক্ষণ সম্পন্ন করা হবে।

14696950_985643301547210_1869881115_n

 

 

ঘাসচাষ অন্যান্য কৃষি ফসলের চেয়ে লাভজনক উল্লেখ করে তিনি বলেন চরফ্যাশনে অনেক আগ্রহী উদ্যোক্তা রয়েছেন যারা টেকনিক্যাল সাপোর্ট পেলে ঘাস চাষকে লাভজনক শিল্পে পরিনত করতে সক্ষম হবেন।এক পর্যায়ে তিনি এও বলেন ১৫ জন সংযোগ খামারীকে ঘাসচাষে সহায়তাবাবদ ১০,০০০/-টাকা করে প্রদান করা হবে।এছাড়াও ১৫ জনকে সাইলেজ প্রস্তুতিতে প্রকল্পের সংস্থান অনুসারে সহযোগিতা করা হবে।উৎপাদিত ঘাষ ক্রয় বিক্রয়ের জন্য চরফ্যশন বাজারে আজ ঘাস ক্রয় বিক্রয়ের বিশেষ বাজার উদ্বোধন করা হয়েছে বিধায় ঘাস চাষীরা তাদের উৎপাদিত ঘাস বিক্রয় করে নিজেও সাবলম্বী হবেন এবং পশু খাদ্য চাহিদা পূরনে ভূমিকা রাখবেন বলেও তিনি উল্লেখ করেন।অন্যান্যদের মধ্যে বক্তারা বলেন ডা: হিরন্ময় বিশ্বাস এর আন্তরিক ও সফল প্রচেষ্টা ও কর্মদক্ষতায় চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদের উত্তরোত্তর উন্নয়ন ঘটে চলেছে।এ প্রকল্পের মাধ্যমে তিনি নজির বিহীন সাফল্য বয়ে আনবেন বলে বিশ্বাস রাখা যায়।বক্তারা সকল খামারীদের উৎসাহিত করে বলেন আপনাদের আন্তরিক প্রচেষ্টায় চরফ্যাশনে ঘাস চাষের এক যুগান্তকারী বিপ্লব ঘটানো সম্ভব হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *