ঈদ ও পূজার ছুটি শেষে ফিরছে মানুষ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

76365_Qurbani2
গ্রাম বাংলা ডেস্ক: রাজধানীতে ফেরা শুরু করেছে মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে আজ বেলা ১২টায় ছবিটি তুলেছেন নয়া দিগন্তের ফটো সাংবাদিক আব্দুল্লাহ আল বাপ্পী
রাজধানী ঢাকা ফাঁকা। চিরচেনা ঢাকার সেই যানজট কোথাও নেই। ব্যস্ততম সড়কে যেখানে এক কিলোমিটার পার হতে ঘণ্টার পর ঘণ্টা লাগে সেখানে এক ঘণ্টায় রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে আসা যাচ্ছে। ফামগেট, বিজয়সরনী, শাহবাগ, পল্টন, মৌচাক, মালিবাগ কোথাও ট্রাফিক সিগন্যাল বা জ্যাম নেই। তবে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে কর্মমুখী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে।

কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, গাবতলী, মহাখালী ও সায়দাবদ বাস টার্মিনালে ভোর থেকেই ঈদ ও পূজার ছুটি শেষে ফিরে আসা কর্মমুখী মানুষের আনাগোনা বেড়েছে। যাদের আজ বুধবার অফিসে যোগ দিতে হবে এবং ঢাকায় আসা খুবই প্রয়োজন তারাই ফিরছেন।

তবে যাত্রীদের অভিযোগ রাজধানীতে পর্যাপ্ত গণপরিবহন ও রিক্সা, অটোরিক্সা পাওয়া যাচ্ছে না। এজন্য দ্রুত রাজধানীতে ফিরতে পারলেও গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে। এছাড়া অফিসে যাওয়ার জন্য অথবা নানা প্রয়োজনে যারা বাসা থেকে বের হচ্ছেন তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও যানবাহন পাচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *