ভাষাসৈনিক আবদুল মতিন আর নেই

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

76355_Matin-Died
গ্রাম বাংলা ডেস্ক: ভাষাসৈনিক আবদুল মতিন আর নেই। আজ বুধবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত ১৮ আগস্ট মস্তিষ্কে রক্তরণে গুরুতর অসুস্থ অবস্থায় আবদুল মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)তে নেয়া হয়। ২০ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের জমাটবাঁধা রক্ত অপসারণ করা হয়। তখন থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিল। অবস্থার অবনতি হলে গত শুক্রবার সকাল ৮টায় তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
৮৮ বছরের এই ভাষা সংগ্রামী ডায়াবেটিস, রিকারেন্স হার্নিয়া ও প্রস্টেট গ্ল্যান্ডসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

আবদুল মতিনের স্ত্রী গুলবদন নেসা নয়া দিগন্তকে জানান, তার স্বামীর লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে দেয়া হবে। এ ছাড়া তার চোখ দেয়া হবে সন্ধানীকে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর লাইফ সাপোর্টে দেয়ার আগে নিজের চোখ সন্ধানীকে দেয়ার ঘোষণা দেন আবদুল মতিন। জানা গেছে, মৃত্যুর পরপরই আইসিইউতে কর্ণিয়া সংগ্রহ করে সন্ধানী।

আবদুল মতিনের স্ত্রী আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. ডা. হারুন অর রশিদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আবদুল মতিনকে সর্বসাধারণের শ্রদ্ধা জানানো ও নামাজে জানাজাসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে আবদুল মতিনের লাশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের হিমঘরে রাখা হবে। সেখান থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ মিনারে নেয়া হবে তার লাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *