ব্যারিস্টার শাকিলার মুক্তিতে বাধা নেই

Slider বাংলার আদালত

 

17071_shakila

 

 

 

 

 

সর্বোচ্চ আদালতে ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন বহাল থাকায় তার মুক্তিতে আর বাধা নেই। রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ জামিন বহাল রাখেন। ব্যারিস্টার শাকিলার আইনজীবী  সগীর হোসেন জানান, সন্ত্রাস দমন আইনের দুই মামলায় হাই কোর্টেও রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা দুটি লিভ টু আপিল রোববার আপিল বিভাগে খারিজ হয়ে গেছে। এর আগে শাকিলার জামিন প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ২২ ফেব্রুয়ারি হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ দুই মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করে রায় দেয়।

এতে স্থগিতাদেশ চেয়ে পরদিন রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে গেলে তিনি শুনানি নিয়ে হাই কোর্টের রায় স্থগিত করে দেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। আদালতে শাকিলার পক্ষে শুনানিতে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *