দুই প্রকল্পে ২১ কোটি ৩০ লাখ ডলার দেবে বিশ্বব্যাংক

Slider অর্থ ও বাণিজ্য

 

world-bank-logo_216471

 

 

 

 

 

বাংলাদেশে দুটি প্রকল্পের আওতায় আবহাওয়া ও জলবায়ুর তথ্য সেবা উন্নতকরণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের মাধ্যমে কলেজের শিক্ষার মানোন্নয়নে ২১ কোটি ৩০ লাখ ডলারের অর্থসহায়তা দেবে বিশ্বব্যাংক।

গত শুক্রবার বিশ্বব্যাংক এই অর্থসহায়তা অনুমোদন করে বলে রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ কোটি ৩০ লাখ ডলারের মধ্যে ১১ কোটি ৩০ লাখ ডলার ব্যয় হবে আবহাওয়া ও জলবায়ু তথ্য সেবা উন্নতকরণ প্রকল্পে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য বাংলাদেশকে নির্ভরযোগ্য আবহাওয়া, পানি ও জলবায়ুর পূর্বাভাস প্রদান এবং বিভিন্ন কমিউনিটি, বিশেষ করে কৃষকদের সহজে আবহাওয়াসংক্রান্ত সেবা প্রদান করা।

সহায়তার বাকি ১০ কোটি ডলার ব্যয় হবে কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পে, যার আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার পরিবেশ উন্নত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *