নির্বাচনী পরিবেশ নষ্টের পেছনে প্রার্থীরা দায়ী : ইসি শাহাদাত

Slider জাতীয়


নোয়াখালীঃ নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার পেছনে প্রার্থীরা দায়ী বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী।শনিবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কবিরহাট পৌরসভা, হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, অনেকে মনে করেন নির্বাচন কমিশন কিংবা প্রশাসন নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার পেছনে দায়ী। ভোটাররা কাকে ভোট দেবে সেটা তারাই নির্ধারণ করবেন। কিন্তু সেটা যদি না হয়, দুর্নামটা কমিশনের ওপর আসে।

নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো নির্বাচনে সব দল অংশ না নিলে সেটি যেমন প্রতিদ্বন্দ্বিতার হয় না, তেমনি নির্বাচনটি ভালোও হয় না।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, নির্বাচনের দিন কোথাও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিক সেখানে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রের ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

সভায় পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ হবে শান্তিপূর্ণ। যে কোনো প্রার্থীর ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। যদি কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেন, তবে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট জেনারেল আবদুর রহিম, র‍্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *