তারকাদের নগ্ন ছবি ফাঁসের ঘটনা তদন্তে এফবিআই

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

9ce5e4f0271e2052519a746716cf4c74-Fbi
গ্রাম বাংলা ডেস্ক:মডেল কেট আপটন। তাঁর মতো অনেক তারকার নগ্ন ছবি ফাঁস করেছে সাইবার দুর্বৃত্তরা। ছবি: রয়টার্সঅ্যাপলের আইক্লাউড অ্যাকাউন্ট হ্যাক করে তারকাদের নগ্ন ছবি ফাঁস করেছে সাইবার দুর্বৃত্তরা। সেই ছবি অনলাইনে ছড়িয়ে পড়া নিয়ে প্রযুক্তি বিশ্বে চলছে শোরগোল। তারকাদের এই নগ্ন ছবি ফাঁসের ঘটনা তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।
এফবিআই তদন্তের কথা জানালেও কী ধরনের তদন্ত করা হবে বা কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
এদিকে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, আইক্লাউড হ্যাক হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখছে তারা। পাশাপাশি আইক্লাউডের নিরাপত্তা ব্যবস্থা এবং হ্যাকিংয়ের অভিযোগ তদন্তে অ্যাপল তত্পর।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভুক্তভোগী তারকাদের তালিকায় আছেন কেট আপটন, আরিয়ানা গ্রান্ডে আর জেনিফার লরেন্সের মতো অস্কারজয়ী তারকারা। নগ্ন ছবি ফাঁস হওয়ার তালিকায় আরও আছেন পপগায়িকা রিহানা, সেলেনা গোমেজ, অ্যাভ্রিল লেভিন, কারা ডেভেভিংনে, অভিনেত্রী কেট বোসওর্থ, হিলারি ডাফ, অ্যাম্বার হার্ড, জেনি ম্যাককার্থি, হোপ সলো, রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান, মডেল-অভিনেত্রী কেলি ব্রুকের মতো তারকারা।
ভুক্তভোগীরা অভিযোগ করছেন, অ্যাপলের আই ক্লাউড স্টোরেজ সার্ভিস থেকে ছবিগুলো হ্যাক করা হয়েছে এবং তা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
অবশ্য এ ছবির বেশির ভাগ ভুয়া ছবি হতে পারে বলে সতর্ক করেছে সাইবার বিশেষজ্ঞরা। এ ছাড়া অনলাইনে তথ্য নিরাপত্তার বিষয়টি নিয়েও সংশয় প্রকাশ করেছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *