ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংস্কারের নামে কবিরাজী

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

 

10592732_333644036805137_6114641994986198163_n
এম রানা
ষ্টাফ করেসপন্ডেন্ট
কোনাবাড়ি  গাজীপুর থেকে : ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কাজ চলছে জোড়া তালি দিয়ে ! মনে হয় ঝাড়-ফুক দিয়ে চলছে উন্নয়ন কাজ। হাতুরে কবিরাজরা যে ভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেন একই ভাবে রাস্তা সংস্কারের নামে চলছে কবিরাজী।

সরেজমিন  সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে দেখা গেছে, কোন রকমে  ধূলো বালি সদৃশ বস্তু দিয়ে  মহাসড়ক সংস্কার কাজ করতে দেখা গেছে।

একটি সূত্র বলছে, বাংলাদেশ সড়ক ও জনপথ  বিভাগ মহাসড়ক সংস্কারের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। ঈদের মাত্র কয়েক দিন আগেই এ মহাসড়কের সংস্কার কাজ করা হয়। যোগাযোগ মন্ত্রীকে সন্তোষ্ট রাখতে কোন মতে রাস্তা মেরামত করা হয়েছে। নাম মাত্র কাজের নামে হাতিয়ে নেয়া হচ্ছে কোটি কোটি টাকা।

স্থানীয়রা বলছেন, এই ভাবে ঝাড়-ফোক দিয়ে মহাসড়ক সংস্কারের কাজ করতে থাকলে সারা বছর একই কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *