ব্যক্তিত্বহীন জীবনসঙ্গী কিছু নারীর পছন্দ

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

10527775_302750623231402_6472167121990369272_n
গ্রাম বাংলা ডেস্ক: বেশিরভাগ মহিলা নিজেদের জন্য ব্যক্তিত্বপূর্ণ, চরিত্রবান আদর্শ পুরুষ খোঁজেন। কিন্তু, কিছু মহিলারা আবার এমন জীবনসঙ্গীর খোঁজ করে, যাদের ব্যক্তিত্ব কম। কিন্তু কেন? সমীক্ষার মাধ্যমে জানা গেছে, কিছু মহিলাদের মানসিকতা থাকে স্বামীর উপর কর্তৃত্ব ফলানোর এবং নিজের মতামতকে প্রাধান্য দেওয়ানোর জন্য তারা এই ধরনের পুরুষকে জীবনসঙ্গী করেন। জেনে নিন ঠিক কোন কোন কারণে কিছু সংখ্যক মহিলার পছন্দের লিস্টে ব্যক্তিত্বহীন পুরুষরা থাকে।

ব্যক্তিত্বহীন জীবনসঙ্গী কিছু নারীর কেন পছন্দ?
বেশি সময় কাছে পাওয়া যায়
এ ধরনের পুরুষদের বন্ধু কিংবা সামাজিক পরিধি কম হয়। অন্যদিকে দেখা যায় পছন্দের নারীকে পেলে তাকে হারানোর এতটা ভয়ে ভোগেন যে এক মুহূর্তও প্রেমিকা/স্ত্রীকে একলা রাখতে রাজি হয় না। ফলে তাদের বেশিরভাগ সময়টা কাটে প্রেমিকা বা স্ত্রীকে নিয়ে এবং এই কারণেই বহু মহিলারা পছন্দ করে এই ধরনের সঙ্গী।

কর্তৃত্ব ফলানো
বেশিরভাগ সম্পর্কের ক্ষেত্রেই নারীরা নিজেদের কর্তৃত্ব ফলাতে চায়। যদিও একই সঙ্গে এটাও চায় যে বিষয়টি তার জীবনসঙ্গী ধরতে বা বুঝতে না পারে। আর এই চাহিদার কারণেই তারা ব্যক্তিত্বহীন পুরুষদেরকে পছন্দ করে। কারণ ব্যক্তিত্বহীন পুরুষরা সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কর্তৃত্ব নিতে পারে না, স্ত্রী কিংবা প্রেমিকার ওপর পুরোপুরি তারা নির্ভরশীল হয়।

দোষারোপ করা যায়
ব্যক্তিত্বহীন পুরুষদের উপর প্রেমিকা বা স্ত্রীরা নিজের দোষ চাপিয়ে দিতে পারেন সহজেই। ব্যক্তিত্ববান একজন পুরুষ স্বভাবতই নিজের দোষ না থাকলে এই দায়ভার নেবেন না। কিন্তু অনেক সময় ব্যক্তিত্বহীন পুরুষরা সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। তাই অনেক নারীরা এ ধরনের পুরুষকেই সঙ্গী হিসেবে বেশি পছন্দ করে থাকে।

ফেইসবুক থেকে সংগ্রীহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *