ভ্যালেন্টাইন’স ডে’ পালনের বিপক্ষে পাকিস্তানের প্রেসিডেন্ট

Slider সারাবিশ্ব সাহিত্য ও সাংস্কৃতি

valentine_day_samakal_bbc_192856

অনলাইন ডেস্ক ভ্যালেনটাইন’স ডে’ পালন না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন।
 দেশটির দৈনিক ডন জানিয়েছে, ইসলামাবাদে শুক্রবার এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট এই আহ্বান জানান। খবর বিবিসির
মামনুন হুসেইন বলেন, “পাকিস্তানের সংস্কৃতির সঙ্গে ভ্যালেনটাইন’স ডের কোনো সম্পর্ক নেই। কাজেই এটিকে পরিহার করতে হবে।’
এর আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কোহাট জেলায় ‘ভ্যালেন্টাইন’স ডে’ উদযাপন নিষিদ্ধ করা হয়। দোকানপাটে যেন ভ্যালেন্টাইন কার্ডও বিক্রি করা না হয়, তা নিশ্চিত করতেও পুলিশকে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
তবে কেন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে তার কোনো কারণ কর্তৃপক্ষ উল্লেখ করেননি। কট্টর ইসলামপন্থিরা কোহাট জেলার ক্ষমতায় রয়েছে।
সম্প্রতি ‘ভ্যালেনটাইন’স ডে’ পাকিস্তানের সংস্কৃতির পরিপন্থি উল্লেখ করে দেশটির কট্টর ইসলামপন্থিরা তা পালনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিল।
উল্লেখ্য, পাকিস্তানেও ‘ভ্যালেন্টাইন’স ডে’ পালন জনপ্রিয় হয়ে উঠেছে। এ উপলক্ষে দোকানে দোকানে কার্ড, চকোলেট এবং হরেক-রকমের জিনিসপত্র বিক্রি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *