গাজীপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম নিলেন আজমত উল্লাহ খান

Slider ফুলজান বিবির বাংলা

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: জয়দেবপুর- টঙ্গী নিয়ে গঠিত জাতীয় সংসদের ১৯৫ গাজীপুর-২ আসনের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা এডভোকেট মো: আজমত উল্লাহ খান। তিনি বর্তমানে গাজীপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি।

রবিবার ( ১৯ নভেম্বর) বেলা দুইটায় সংবাদটি নিশ্চিত করেন আজমত উল্লাহ খান নিজেই।

টঙ্গীর বাসিন্দা এডভোকেট মো: আজমত উল্লাহ খান সাবেক টঙ্গী পৌরসভায় দীর্ঘ সময়ে মেয়র ছিলেন। ২০১৩ সালে আজমত উল্লাহ খান গাজীপুর সিটিকরপোরেশনের প্রথম নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নানের সাথে হেরে যান। ২০১৮ সালে তিনি দলীয় মনোনয়ন পাননি। ২০২৩ সালে তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের সাথে হেরে যান। এরপর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গাজীপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মনোনীত করেন।

প্রসঙ্গত: একই আসনে বর্তমান সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রার্থী হবেন। এই আসনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম প্রার্থীতার জানান দিয়েছেন ইতোমধ্যে। আসনটিতে আওয়ামীলীগ থেকে আরো প্রার্থী আছেন বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *